Harami Candlestick (হারামি ক্যান্ডেলস্টিক)

Table of Contents

Harami Candlestick

  • এটি দুই ক্যান্ডেল বিশিষ্ট একটি জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটির ১ম ক্যান্ডেলটি হবে একটি বড় ক্যান্ডেল এবং ২য় ক্যান্ডেলটি হবে ছোট আকারের যেটি অবস্থান হবে ১ম ক্যান্ডেল এর মাঝ বরাবর।
  • ২য় ক্যান্ডেলটির এর অবস্থান হবে এরকম যাতে করে ১ম ক্যান্ডেলটিকে যদি ২য় ক্যান্ডেলটির উপরে রাখা হয় রাহলে তাহলে এটি দেখা যাবে না।
  • এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর ১ম ক্যান্ডলটিকে বলা হয় “Mother” যেটির আকার হবে বড় এবং এটি পরের ক্যান্ডেলটিকে নিজের মধ্যে ধারন করার ক্ষমতা রাখে। এর জন্য এটিকে বলা হয় “Pregnant Mother”
  • প্যাটার্ন এর ২য় ক্যান্ডেলটি হতে পারে একটি সাধারান ছোট বডি ক্যান্ডেল , Spinning Top কিংবা Doji ক্যান্ডেল।
  • এখনে বডি এর রং বিশেষ কিছু বুঝায় না কিন্তু রিভারসাল হলে ভাল ।

Harami এর গঠন প্রকৃতি

Harami ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দুই ভাগে ভাগ করা যায়।

 

  • Bullish Harami: এটি একটি বুল্লিশ রিভার্সাল প্যাটার্ন যেটি ডাউনট্রেন্ড এর পর সংগঠিত হয়।
  • Bearish Harami: এটি একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যেটি আপট্রেন্ড এর পর সংগঠিত হয়।

Bullish Harami (বুলিশ হারামি)

  • বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক সংগঠিত হওয়ার মূল শর্ত হল প্রাইজ ডাউনট্রেন্ডে থাকতে হবে।
  • এই প্যাটার্নের প্রথম ক্যান্ডেলটি হবে একটি বড় বিয়ারিশ কিংবা সেল ক্যান্ডেল (লাল অথবা কালো)।
  • প্যাটার্নের দ্বিতীয় ক্যান্ডেলটি হবে একটি ছোট বুলিশ কিংবা বাই ক্যান্ডেল (সবুজ অথবা সাদা)।
  • পিছনের ছোট ক্যান্ডেলটি প্রাইজ গ্যাপ করে এবং পূর্বের লাল/কালো ক্যান্ডেলটির ওপেন ও ক্লোজ প্রাইজের মধ্যেই গঠিত হয়।

Bearish Harami

Bearish-Harami
  • বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক সংগঠিত হওয়ার মূল শর্ত হল প্রাইজ আপট্রেন্ডে থাকতে হবে।• এই প্যাটার্নের প্রথম ক্যান্ডেলটি হবে একটি বড় বুলিশ কিংবা বাই ক্যান্ডেল (সবুজ অথবা সাদা)।
  • প্যাটার্নের দ্বিতীয় ক্যান্ডেলটি হবে একটি ছোট বিয়ারিশ কিংবা সেল ক্যান্ডেল (লাল অথবা কালো)।
  • পিছনের ছোট ক্যান্ডেলটি প্রাইজ গ্যাপ করে এবং পূর্বের সবুজ/সাদা ক্যান্ডেলটির ওপেন ও ক্লোজ প্রাইজের মধ্যেই গঠিত হয়।
Bearish Harami

You cannot copy content of this page

Scroll to Top